১২ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য " সত্য মিথ্যার যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে"।আগামী ১২ই ডিসেম্বর ২০১৯ তারিখে দেশব্যাপী বর্ণাঢ্যভাবে ৩য় বারের মত " ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯" পালিত হবে। এই লক্ষ্যে আশাশুনি উপজেলা প্রশাসন দিবসটি উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
অনুষ্ঠানসূচী:
১। বর্ণাঢ্য র্যালী: সকাল ৯.৩০
২। মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার: সকাল ১০.০০
৩। সেমিনার : সকাল ১০.৩০
৪। চিত্রাঙ্কন(প্রাথমিক পর্যায়): সকাল ১১.০০
কুইজ(মাধ্যমিক পর্যায়): সকাল ১১.০০
৫। পুরষ্কার বিতরণী ও সমাপণী : দুপুর ১২.০০
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS